A, An, The কে ইংরেজীতে Article বলে। Article কে দুই ভাগে ভাগ করা হয়েছে।

  • Definite Airticle
  • Indefinite Airticle

Definite Airticle: The কে Definite Article বলে। কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝাতে Definite Airticle ব্যবহৃত হয়। যেমন The man came yesterday. লোকটি গতকাল এসেছিল। এখানে The দ্বারা মানুষটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে।

Indefinite Airticle: A, An কে Indefinite Article বলে। কোন কিছু সাধারণভাবে বা অনির্দিষ্ট করে বোঝাতে A, An ব্যবহার করা হয়।

Uses of Airticle- Airticle এর ব্যবহার

1. Common Noun যদি Singular Number হয় তাহলে তার পূর্বে অব্যশই Airticle ব্যবহার হয়। যেমন This is a pen. এটা একটা কলম। অথ্যাৎ এখানে Common noun হলো কলম যা সাধারণ নাম, যা এক শ্রেণির বস্তুর নাম। অথ্যাৎ এক্ষেত্রে Airticle হিসেবে ‍a ব্যবহার হয়েছে।

2. Common Noun যদি Plural Number হয় তাহলে তার পূর্বে কোন Airticle ব্যবহার হয় না। যেমন Girls are singing songs. মেয়েরা গান গাইছে। এখানে মেয়েরা মানে অনেক মেয়ে যা Plural Number বোঝাচ্ছে। তাই এখানে Airticle ব্যবহার হয় না।

Uses of A – A এর ব্যবহার

Rule 1: Singular Countable Noun জাতীয় Word এর প্রথমে Consonant থাকলে তার পূর্বে ‍a হয়। যেমন

Example : a boy একটি ছেলে, a cat একটি বিড়াল

ব্যাখ্যা: Singular মানে একবচন । এখানে boy মানে বালক মানে একজন বুঝাচ্ছে তাই ‍Airticle হিসেবে a বসে । আর boys মানে ছেলেদের যা Plural , যা অনেক মানুষকে বুঝাই তাই Plural এ Airticle ব্যবহার হয় না।

Consonant কী? – a,e,i,o,u বাদে ইংরেজী সকল বর্ণকে Consonant বলে এবং Consonant মানে ব্যঞ্জনবর্ণ। আর Countable Noun মানে যেটা গোনা যায়।

Rule 2 : কোন Word এর প্রথম অক্ষর Vowel (a,e,i,o,u) থাকে তাহলে ‍An বসে। তবে কোন Word এর প্রথম অক্ষর Vowel (a,e,i,o,u) হলেও যদি (e ও u) এর উচ্চারণ ’ইউ’ অথবা (o) এর উচ্চারণ ”ওয়া” হয় তবে তার আগে an না হয়ে ‍a হয়।

Example: A Europian has visited our country. একজন ইউরোপীয় আমাদের দেশে এসেছেন।

ব্যাখ্যা: এখানে ইউরোপীয় অথ্যাৎ ইউ এর মতো উচ্চারন হয়েছে তাই an না হয়ে a হবে।

Example: He is a one-eyed man. সে একচোখা মানুষ।

ব্যাখ্যা: এখানে (one)ওয়ান ওয়া এর মতো উচ্চারন হচ্ছে তাই an না হয়ে a হবে।

Rule 3 : Singular Common Noun যদি এক জাতি বা শ্রেণীকে নির্দেশ করে তবে তার পূর্বে ‍a বসে

Example: A goat is a domestic animal. ছাগল একটি গৃহপালিত প্রাণী।

ব্যাখ্যা: যখন একটি জিনিসের এমন কোনো বৈশিষ্ট্য বা গুণ বলছেন যা সেই শ্রেণির সব সদস্যের মধ্যেই থাকে। যেমন ছাগল একটি গৃহপালিত প্রাণী। এখানে একটি ছাগল না বরং সকল ছাগল জাতি গৃহপালিত প্রাণী তাই জাতি বোঝালে ‍a বসে ।

Example: A mother loves her child. একজন মা তার সন্তানকে ভালোবাসেন।

ব্যাখ্যা: একজন মা তার সন্তানকে ভালোবাসেন। এখানে একজন ছাগল মা বরং সকল মা জাতি তার সন্তানকে ভালোবাসেন । তাই জাতি বোঝালে ‍a বসে ।

Rule 4: Hundred, Thousand, Million, Dozen শব্দ গুলোর পূর্বে ‍a বসে ।

Example: A hundred years old man died yesterday. গতকাল একশো বছরের একজন বৃদ্ধ মারা গেছেন।

Example: I have a dozen of pens. আমার কাছে এক ডজন কলম আছে।

Rule 5: Half, Rather, Many, Such, Quite ইত্যাদির পরে ‍ ‍a বসে ।

Example: ‍Such a man must be selected. এমন একজন মানুষকেই নির্বাচন করতে হবে।

Example: She is rather a fool. সে বরং বোকা।

Rule 6: Number of little, Litte, Lot of, Amount of, Few, Good Deal, Great many ইত্যাদি যদি Plural/Abstract/Materail Noun এর পূর্বে বসলে তাদের পূর্বে ‍a বসে। 

Example: He spend a lot of money. সে অনেক টাকা খরচ করে।

Example: A few books are there in the library. লাইব্রেরিতে কিছু বই আছে।

নতুন শব্দ

  • Abastract – বিমূর্ত (সরাসরি ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, কিন্তু মস্তিষ্কে অনুভব করা বা বোঝা যায়। যেমন – ভালোবাসা, ন্যায়বিচার, সাহস, সৌন্দর্য, সময়।)
  • Materail – বস্তুগত

Rule 7: যখন কোন ব্যক্তি বা বস্তুকে সরাসরি না বুঝিয়ে ঐ ব্যক্তির সমান যোগ্যতা বা গুণ নির্দেশ করা হয় তখন Proper Noun এর পূর্বে ‍a বসে।

Example: You are a Nazrul, I see তুমি নজরুল, আমি বুঝতে পারছি।

ব্যাখ্যা: ‘Nazrul’ শব্দটি একজন ব্যক্তির নাম না হয়ে, ‘নজরুল-সুলভ গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তি’ নামক একটি শ্রেণীর প্রতিনিধি হিসেবে কাজ করছে। এই ‘শ্রেণী’ বা ‘গুণবাচক ধারণা’ বোঝানোর জন্যই এর আগে ‘a’ বসেছে।

Rule 8: কোন কিছুর একটিমাত্র সংখ্যা বুঝাতে a বসে।

Example: Thirty days make a month. ত্রিশ দিনে এক মাস।

ব্যাখ্যা: ‍এখানে ৩০ দিন মিলে এক মাস হচ্ছে। অথ্যাৎ সব কিছু মিলে একটি হচ্ছে তাই ‍a হবে।

Rule 9: কিছু কিছু শব্দ যেমন temper, cough, cold, merry, headache, rage এর পূর্বে a বসে।

Example: ‍ She has caught a cold. ওর ঠান্ডা লেগেছে।

Rule 10: So, as, too, how ইত্যাদি ‍adjective এর পূর্বে a বসে।

Example: How nice a flower it is! কত সুন্দর ফুল!

Uses of An – AN এর ব্যবহার

Rule 1: কোনো Word এর প্রথম Letter যদি Vowel (a,e,i,o,u) থাকে তাহলে তার আগে an বসে।

Example: This is anapple. এটা একটা আপেল।

ব্যাখ্যা: ‍Apple এর প্রথম Word ‍a ‍যা Vowel তাই ‍an বসে।

Rule 2: কোন Word এর প্রথম Letter h এর উচ্চারণ যদি অনুচ্চারিত থাকে এবং Vowel Sound বিশিষ্ট হয় তবে তার আগে an বসে।

Example: Mr Kamal is an honest man.

ব্যাখ্যা: এই নিয়মের মূল কথা হলো, যখন একটি শব্দ ‘h’ দিয়ে শুরু হয়, কিন্তু সেই ‘h’-এর উচ্চারণ হয় না (অর্থাৎ, ‘h’ অক্ষরটি সাইলেন্ট থাকে), এবং এর ঠিক পরের যে অক্ষরটির উচ্চারণ হয়, সেটি যদি স্বরধ্বনির (vowel sound) মতো শোনায়, তাহলে সেই শব্দের আগে a না বসে an বসে। 

Uses of The – The এর ব্যবহার 

Rule 1: নির্দিষ্ট করে বুঝালে Singular/Plural উভয় Noun এর পূর্বে The বসে।

Example : Give me the shirt I bought yesterday. গতকাল যে শার্টটা কিনেছিলাম সেটা আমাকে দাও।

ব্যাখ্য়: এখানে দেখা যায় যেকোন শার্ট চাচ্ছে না বরং নির্দিষ্ট করে গতকাল যে শার্টটা কিনেছিল সেটা চাচ্ছে মানে নির্দিষ্ট করে চাচ্ছে।

Rule 2: কোন ব্যাক্তি/বস্তু/প্রাণী ইত্যাদির কথা আগে উল্লেখ থাকলে যদি পুনরায় উল্লেখ করতে হয় তাহলে The  বসে। 

Example: I know a man. The man was very generous. আমি একজনকে চিনি। লোকটি খুব উদার ছিল।

ব্যাখ্য়: I দ্বারা একজন ব্যক্তিকে বুঝাইছে পরের বাক্যে পুনরায় তার কথা উল্লেখ করেছে 

Rule 3: চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, নক্ষত্র ইত্যাদির আগে the বসে।

Example : The sun gives us light. সূর্য আমাদের আলো দেয়।

Rule 4: ধর্মগ্রন্থ, মহাকাব্য, প্রসিদ্ধ গ্রহন্থের আগে the বসে।

Example: The Quran is a holy book. কুরআন একটি পবিত্র গ্রন্থ।

Rule 5: সংবাদপত্র, সাময়ীকী, জাহাজ, স্টিমার ও ট্রেনের নামের পূর্বে the বসে।

Example: I read The Daily Star. আমি দ্য ডেইলি স্টার পড়ি।

Rule 6: সাগর, মহাসাগর, উপসাগর, নদী, পাহাড়, ইত্যাদীর নামের পূর্বে the বসে।

Example: The Atlantic ocean is very deep. আটলান্টিক মহাসাগর অনেক গভীর।

Rule 7: পেশা বুঝাতে Noun এর পূর্বে The বসে। 

Example: Mr Hasib is in the army. হাসিব সাহেব সেনাবাহিনীতে আছেন। 

ব্যখ্যা: সেনাবাহিনীতে কাজ করছেন অথ্যাৎ জীবিকা নির্বাহ করছেন। এটি তার পেশা।

Rule 8: সম্প্রদায়, জাতি বা দলের নামের আগে the বসে।

Example: The Arabs speak Arabic. আরবরা আরবি ভাষায় কথা বলে।

ব্যখ্যা: কুয়েত, সৈাদি আরব, আরব আমিরাত, ওমান ইত্যদি মিলে আরব জাতি গঠিত।

Rule 9: অর্থপূর্ণ স্থান, দেশ, প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের আগে the বসে।

Example: The United Kingdom is prosperous. যুক্তরাজ্য সমৃদ্ধশালী।

ব্যখ্যা: United Kingdom – যুক্তরাজ্য একটি দেশ।

Rule 10: নির্দিষ্ট ব্যক্তির দোষ/গুণ বুঝাতে Noun এর পূর্বে the বসে।

Example: Everybody depends on the mercy of Allah. সবাই আল্লাহর রহমতের উপর নির্ভরশীল

ব্যখ্যা: আমরা আল্লাহর রহমতের উপর নির্ভরশীল, এখানে রহমত একটি গুনের মধ্য়ে পড়ে।

Rule 11: First, Second, Third ইত্যাদি Ordinal Noun এর পূর্বে the বসে।

Example: The first girl has come. প্রথম মেয়েটি এসেছে।

যেখানে Article ব্যবহার হয় না। বরং x (cross) বসে।

Rule  1:  রাস্তা, পার্ক, এভিনিউ এর নামের পূর্বে Article বসে না। x (cross) বসে।

Example: We went to Agamosi Lane. আমরা আগামোসি লেনে গেলাম।

ব্যখ্যা: আগামোসি লেন একটি রাস্তার নাম। 

Cross(X) যে ভাবে ব্যবহার করতে হয় , We went to __  Agamosi Lane. এভাবে থাকবে , উত্তর করতে হবে We went to x Agamosi Lane. এভাবে।

Rule 2: বার, মাসের আগে Article বসে না। 

Example: They will come on __ tuesday. তারা মঙ্গলবার আসবে।

Rule 3: Abstract Noun এর আগে Article বসে না। 

Example: Honesty is the best policy. সততাই সর্বোত্তম নীতি।

ব্যাখ্যা: আমরা আগেই আলোচনা করেছি যে Abstract Noun হলো এমন কিছু যা আমরা  সরাসরি দেখতে, শুনতে, ছুঁতে,  স্বাদ নিতে পারি না। এগুলো হলো ধারণা, অনুভূতি, গুণাবলী, অবস্থা ইত্যাদি। যেমন: honesty (সততা), love (ভালোবাসা), beauty (সৌন্দর্য), freedom (স্বাধীনতা), wisdom (জ্ঞান), happiness (সুখ), courage (সাহস), time (সময়)।

Rule 4: ঋতু বা উৎসবের নামের পূর্বে Article বসে না। 

Example: __ Summer is a hot season. গ্রীষ্মকাল একটি গরম ঋতু।

Rule 5: রোগের নামের পূর্বে Article বসে না। 

Example: __ Aids is a fatal disease. এইডস একটি প্রাণঘাতী রোগ।

Rule 6: Metarial Noun এর পূর্বে Article বসে না। 

Example: __ Dimond is precious. ডাইমন্ড মূল্যবান।

 

Leave a Comment