কোনো শব্দ বা বাক্যে প্রথম অক্ষর বড় হাতের অক্ষর ব্যবহার করাকে Capitalisation বলা হয়।
উদাহরণ: Rakib is a good student.
Punctuations:
বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝাতে থামা, বিরতি, জোর, আবেগ বা বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে Punctuation বা যতিচিহ্ন বলে।
প্রথমে আমরা Capitalisation শিখব:
প্রয়োজনীয় শব্দের অর্থ:
- Capital Letter – বড় হাতের অক্ষর
- Word – শব্দ
- Sentence – বাক্য
Rules 1:
প্রত্যেকটি sentence সর্বদা Capital Letter দিয়ে শুরু হয়।
Example: Dhaka is Bangladesh capital. (ঢাকা বাংলাদেশের রাজধানী।)
ব্যাখ্যা: প্রথমে word হলো Dhaka, তাই প্রথম word এর প্রথম অক্ষর বড় হাতের হয়।
Rules 2:
Noun (নাম) এর প্রথম বড় হাতের অক্ষর হয়।
Example: I meet Aslam yesterday.
ব্যাখ্যা: Aslam এখানে নাম তাই প্রথম Capital Letter হয়।
Rules 3:
বছর, মাস, সাপ্তাহিক দিন বা বিশেষ কোন শব্দের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হয়।
Example: My father came home on Monday last.
ব্যাখ্যা: Monday মাস তাই প্রথম অক্ষর বড় হাতের হয়।
Rules 4:
Pronoun , I আমি অর্থে , Capital Letter হয়।
Example: If he wants, I shall help him.
ব্যাখ্যা: এখানে I অমি অর্থে ব্যবহার হয়েছে , তাই I বড় হাতের হবে।
Rules 5:
উপাধি , পদবীর প্রথম অক্ষর Capital Letter হয় ।
Example: Hazrat Mohammad (sm) is called Al-Amin.
ব্যাখ্যা: Hazrat Mohammad (sm) এর নামের উপাধি আল-আমিন তাই Al – Amin এর প্রথম অক্ষর বড় হাতের হবে।
Rules 6:
Quotation mark “ ” এর প্রথম অক্ষর Capital Letter হয় ।
Example: He said to me, “You should obey your parents.”
ব্যাখ্যা: Quotation mark “ ” এর মধ্যে শব্দের প্রথম অক্ষর You – Capital Letter হয়েছে ।
Rules 7:
বই, গ্রন্থের নামের প্রথম অক্ষর Capital Letter হয়।
Example: The Quran.
ব্যাখ্যা: Quran মুসলমানদের একটি ধর্মীয় গ্রন্থ, তাই প্রথম Capital Letter হয়।
Rules 8:
চিঠি পত্রের সম্বেধনের ক্ষেত্রে প্রথম অক্ষর Capital Letter হয়।
Example: Dear Sir
Rules 9:
ব্যবসায়, শিক্ষা প্রতিষ্ঠান, উপসানালয়, সমিতি ও দলের নামের প্রত্যেক Word – এর প্রথম অক্ষর Capital Letter হবে।
Example: Girl’s School, Mosjid, The Advanced Publications.
ব্যাখ্যা: Girl’s School শিক্ষা প্রতিষ্ঠানের নাম , The Advanced Publications ব্যাবসা প্রতিষ্ঠানের
নাম ।
Rules 10:
জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর Capital Letter হয়।
Example: The Titanic, Mohanagar Express.
ব্যাখ্যা: The Titanic জাহাজ এর নাম , Mohanagar Express ট্রেন এর নাম।
Rules 11:
জাতি , ধর্ম সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়।
Example: The Muslim, The Sunni.
ব্যাখ্যা: এখানে Muslim ধর্ম অর্থে ব্যবহার হয়েছে , প্রথম অক্ষর বড় হাতের হয়েছে।
PUNCTUATIONS
RULES 1: FULL STOP
- 1) যখন কোন বাক্য শেষ হয় , তখন ফুল স্টফ ব্যবহার করা হয়।
Example: I am a student. আমি একজন ছাত্র।
ব্যাখ্যা: “I am a student. আমি একজন ছাত্র। এখানে বাক্য পরিপূর্ণ ভাবে শেষ হয়েছে তাই . Full Stop ব্যবহার হয়েছে। - Mr, Mrs ইত্যাদি পরেও Full Stop ব্যবহার করা হয়।
Example: Mr. Kamal is an honest man. কামাল একজন সৎ মানুষ।
RULES 2: COMMA
Comma দ্বারা বিরতি বোঝাই।
- সমজাতীয় শব্দের ক্ষেত্রে কমা ব্যবহার হয়
Example: Rahim, Karim and Kamal are friends. রহিম, করিম এবং কামাল বন্ধু। - And দ্বারা যুক্ত শব্দ গুলোকে পৃথক করতে কমা ব্যবহার হয়।
Example: High and low, rich and poor. উঁচু ও নিচু, ধনী ও গরীব। - Sentence a বাক্যের পুনরাবৃত্তি হলে কমা ব্যবহার হয়।
Example: I will never, never go there. আমি কখনোই সেখানে যাব না, কখনোই যাব না। - উদ্বতির পূর্বে যে verb থাকে তার পরে কমা ব্যবহার হয়।
Example: He said, “I am well.” তিনি বললেন, “আমি ভাল আছি।” - বাক্যের শুরুতে বিশেষ শব্দ বা আর্জি বোঝাতে কমা ব্যবহার হয়। যেমন: Yes, No, Well, Oh, Hey ইত্যাদি, এগুলোর পর কমা ব্যবহার করতে হয়।
Example: Yes, I will come tomorrow. হ্যাঁ, আমি আগামীকাল আসব। - যখন একটি বাক্য দুটি ভাগে বিভক্তি হয় এবং সেখানে “but”, “and”, “or” প্রভূতি conjunction থাকে, তখন সাধারণত কমা ব্যবহার করা হয়।
Example: He was tired, but he still finished his work. সে ক্লান্ত ছিলেন, কিন্তু তারপরও কাজটি শেষ করেছিল।
RULES 3: NOTE OF INTERROGATION
1) কোন বাক্যে যখন প্রশ্ন করা হয় , তখন বাক্যের শেষে ? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়।
Example: How are you? তুমি কেমন আছো?
ব্যাখ্যা: তুমি কেমন আছো , মানে কাউকে প্রশ্ন করা হয়েছে তাই ? ব্যবহার হবে।
RULES 4: NOTE OF EXCLAMATION !
Exclamatory sentence এর শেষে ও বিষ্ময়, দুঃখ, আনন্দ প্রভূতি আবেগ প্রকাশক বাক্যের পরে এ
চিহ্ন ! ব্যবহার হয়।
Example: Alas! I am undone. হায়! আমি শেষ হয়ে গেলাম।
How beautiful the flower is! ফুলটি কত সুন্দর!
Alas! দ্বারা দুঃখ প্রকাশ করা হয়েছে। পরের বাক্যে আনন্দ প্রকাশ করা হয়েছে।
RULES 5: COLON :
কারো উক্তি উদ্বৃতী করতে colon ব্যবহার হয়।
Example: Rakib : How are you ?
RULES 6: COLON DASH –
কোন কিছুর উদাহরণ দিতে Colon Dash বসে ।
Example: যেমন Number দুই প্রকার :- Singular ও Plural
RULES 7: BRACKETS ()
কোন কিছুর ব্যাখ্যা করতে ব্রাকেট ব্যবত হয়।
Example: The winners were: Rakib (1st), Sakib (2nd), Kamal (3rd).
RULES 8: INVERTED COMMAS
কোনো বক্তার কথাকে অবিকল একই ভাবে বর্ণনার জন্য Inverted Comma ব্যবহার করা হয়।
Example: He asked, “Who are you?”
ব্যাখ্যা: বেশির ভাগ Interrogative sentence এ Inverted Comma ব্যবহার হয়।
RULES 9: HYPHEN –
কোনো শব্দের অংশ যুক্ত করতে Hyphen – ব্যবহার হয়।
Example: Father-in-law, Brother-in-law, mother-in-law, etc.
RULES 10: SEMI COLON
Comma অপেক্ষা বেশি সময় এবং Full Stop অপেক্ষা কম সময় থামার ক্ষেত্রে Semi colon ব্যবহার হয়।
Example: To err is human; to forgive is divine. ভুল করা মানবিক; ক্ষমা করা ঐশরিক।
RULES 11: APOSTROPHE COMMA
Apostrophe ব্যবহার করা হয় যখন দুইটি শব্দকে সংক্ষিপ্ত করা হয়।
Example: It’s raining outside. (It is)
ব্যাখ্যা: এখানে It এর সাথে is কে সংক্ষেপে লেখার জন্য Appostrophe Comma ব্যবহার হয়েছে
Worked out 1 : Maruf is five years old his mother teaches him she is an ma his father is an m.b.b.s doctor now maruf is reading in a kg school in dhaka.
Answer 1 : Maruf is five years old. His mother teaches him. She is an M.A. His father is an M.B.B.S doctor. Now Maruf is reading in a K.G school in Dhaka.
Worked out 2 : Khan jahan ali is a great saint he became monarch without a crown he teaches religion to the people he has done many things for the people he built many roads and dug many tanks people love him very much he is a great man in islam
Answer 2 : Khan Jahan Ali is a great saint. He became monarch without a crown. He teaches religion to the people. He has done many things for the people. He built many roads and dug many tanks. People loves him very much. He is a great man in Islam.
Try your self
man cannot live alone so he wants a company he cant live even for a single day alone this is why he lives together co-operating with others in this way society is formed
once upon a time there was a good doctor he lived in a small village many people there raised chickens one day they came to the doctors house and said please doctor help us.
Leave a Comment
You must be logged in to post a comment.