বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ এক একটি Part of Speech। ইংরেজি ভাষায় মোট ৮টি প্রধান parts of speech আছে ।

  1. Noun – বিশেষ্য
  2. Pronoun – সর্বনাম
  3. Adjective – বিশেষণ
  4. Verb – ক্রিয়া
  5. Adverb – ক্রিয়াবিশেষণ
  6. Preposition – পদান্বয়ী অব্যয়
  7. Conjunction – সংযোজক অব্যয়
  8. Interjection – আবেগসূচক অব্য়য়

Noun – বিশেষণ

সাধারণত কোন কিছুর নামকে Noun বা বিশেষণ বলে। বিস্তর ভাবে যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থের গুণ বা অবস্থা, ব্যক্তি বা বস্তুর সমষ্টির নাম বুঝাই তাকে Noun বলে।

Example : Rahim is a good student. রহিম একজন ভালো ছাত্র।

এখানে Rahim হলো Noun. কারণ রহিম একজন মানুষের নাম।

Example : Bangladesh is a beautiful country. বাংলাদেশ একটি সুন্দর দেশ।

এখানে Bangladesh হলো Noun. কারণ Bangladesh একটি দেশের নাম।

নিচে Noun (বিশেষ্য) এর আরো উদাহরণ দেওয়া হলো এতে করে সহজে বুঝতে পারবা ।

  • Person (ব্যক্তি): teacher (শিক্ষক), doctor (ডাক্তার), student (ছাত্র), friend (বন্ধু)
  • Place (স্থান): school (বিদ্যালয়), city (শহর), park (পার্ক), home (বাড়ি)
  • Thing (বস্তু): book (বই), pen (কলম), bag (ব্যাগ), table (টেবিল)
  • Animal (প্রাণী): dog (কুকুর), cat (বিড়াল), cow (গরু), elephant (হাতি)
  • Idea (ধারণা): love (ভালোবাসা), happiness (খুশি), freedom (স্বাধীনতা), justice (ন্যায়)
  • Material (পদার্থ): water (পানি), wood (কাঠ), iron (লোহা), gold (সোনা)
  • Collective Noun (সমষ্টিগত বিশেষ্য): family (পরিবার), team (দল), group (গোষ্ঠী), crowd (ভীড়)

Pronoun – সর্বনাম

কোন কিছুর নামের পরির্তে যা ব্যবহার করা হয় তাকে Pronoun বা সর্বনাম বলে। সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেখি , মনে করো তোমার নাম রহিম। তোমার বিষয়ে একটা গল্প বলা হচ্ছে। সেখানে রহিম এটা করেছে রহিম ঔটা করেছে । এখানে বার বার রহিম এর নাম বার বার ব্যবহার এর পরিবর্তে Pronoun ব্যবহার করলে শ্রুতিমধূর হয়। তো Pronoun হিসেবে He, She, It, They ইত্যাদি ব্যবহার হয় ।

Example : Rahim wakes up early in the morning. And he goes to school at 7 am. রহিম খুব ভোরে ঘুম থেকে ওঠে। আর সে সকাল ৭ টায় স্কুলে যায়।

এখানে দেখো Rahim এর কথা পরপর দুইবার ব্যবহার হয়েছে। প্রথম বার Rahim আর পরে Pronoun হিসেবে he ব্যবহার হয়েছে।

Pronoun (সর্বনাম) এর বিভিন্ন প্রকার এবং তাদের ব্যাখ্যা নিচে দেওয়া হলো:

Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম):

  • ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। সাধারণত বাক্যে Noun বা বিশেষ্য এর পরিবর্তে ব্যবহৃত হয়।
  • উদাহরণ: I (আমি), you (তুমি/আপনি), he (সে-পুরুষের ক্ষেত্রে), she (সে- নাড়ীর ক্ষেত্রে), it (এটা), we (আমরা), they (তারা)
  • উদাহরণ বাক্য: I am a student. (I = আমি)

Possessive Pronoun (অধিকারবাচক সর্বনাম):

  • কোনো ব্যক্তির বা বস্তুটির অধিকার বা মালিকানা বোঝায়।
  • উদাহরণ: mine (আমার), yours (তোমার/আপনার), his (তার), hers (তার), ours (আমাদের), theirs (তাদের)
  • উদাহরণ বাক্য: This book is mine. (এই বই আমার)

Reflexive Pronoun (প্রত্যয়ী সর্বনাম):

  • যখন Pronoun নিজেকে নির্দেশ করে, তখন তাকে Reflexive Pronoun বলা হয়।
  • উদাহরণ: myself (নিজেকে), yourself (তোমাকে), himself (নিজেকে), herself (নিজেকে), itself (নিজেকে), ourselves (নিজেদের), themselves (নিজেদের)
  • উদাহরণ বাক্য: She did it herself. (সে এটি নিজে করেছে)

Demonstrative Pronoun (দর্শনবাচক সর্বনাম):

  • কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের দিকে নির্দেশ করে।
  • উদাহরণ: this (এটি), that (সেটি), these (এগুলো), those (সেগুলো)
  • উদাহরণ বাক্য: This is my pen. (এটি আমার কলম)

Interrogative Pronoun (প্রশ্নবাচক সর্বনাম):

  • প্রশ্ন করার সময় যে Pronoun ব্যবহার করা হয়।
  • উদাহরণ: who (কে), what (কি), which (কোন)
  • উদাহরণ বাক্য: Who is there? (কে সেখানে?)

Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম):

  • যেগুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় না।
  • উদাহরণ: someone (কেউ), anyone (কেউ), everyone (সবাই), nothing (কিছুই না), everything (সবকিছু)
  • উদাহরণ বাক্য: Someone is calling you. (কেউ তোমাকে ডাকছে)

Adjective – বিশেষণ

যে word দ্বারা noun , pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্য়া, পরিমাপ ইত্যাদি বোঝাই তাকে Adjective বলে। এটি Noun বা Pronoun কে আরও বিস্তারিতভাবে বর্ণনা বা সুনির্দিষ্ট করে।

গুণ বা বৈশিষ্ট্য: beautiful (সুন্দর), fast (দ্রুত)

  • She is a beautiful girl. (সে একজন সুন্দরী মেয়ে।)
  • He is a fast runner. (সে একজন দ্রুত দৌড়বিদ।)

দোষ বা নিন্দা: bad (খারাপ), poor (দরিদ্র)

  • This is a bad book. (এটি একটি খারাপ বই।)
  • He is a poor student. (সে একজন দরিদ্র ছাত্র।)

অবস্থা: happy (খুশি), sad (দুঃখিত)

  • He is a happy person. (সে একজন খুশি ব্যক্তি।)
  • She looks sad. (তাকে বিষণ্ণ দেখাচ্ছে।)

সংখ্যা: one (এক), two (দুই), many (অনেক)

  • I have two books. (আমার দুটি বই আছে।)
  • She has many friends. (তার অনেক বন্ধু আছে।)

পরিমাণ: some (কিছু), few (কিছু), much (অনেক)

  • I have some money. (আমার কিছু টাকা আছে।)
  • There is much work to do. (কাজ করার জন্য অনেক কিছু আছে।)

Verb – ক্রিয়া

যে word দ্বারা কোনো না কোনো কাজ করা বোঝাই তাকে Verb বলে। এটি কখনো একটি মূল কাজ বোঝায়, আবার কখনো অন্য verb কে সাহায্য করে অর্থ স্পষ্ট করতে। Verb কে আমরা সাধারণত দুই ভাবে চিনি তা হলো Principal Verb (মূল ক্রিয়া) ও Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)

Principal Verb: যে Verb দ্বারা বাক্যের মূল কাজ বোঝাই তাকে Principal Verb বলে।

I read books everyday. আমি প্রতিদিন বই পড়ি ।

read = এখানে (Principal verb) “read” হচ্ছে সেই শব্দ যা মূল কাজ বোঝাচ্ছে → বই পড়া। বাক্যে কাজটা কী হচ্ছে? → “read” (পড়ছি) — এটাই কাজ বোঝাচ্ছে।

কিছু Principal verb এর উদাহরণ : Go (যাওয়া), Come (আসা), Eat (খাওয়া), Sleep (ঘুমানো), Read (পড়া), Write (লেখা), Play (খেলা), Run (দৌড়ানো), Speak (কথা বলা), Watch (দেখা), Drink (পান করা), Bring (আনা), Take (নেওয়া), Give (দেওয়া), Help (সাহায্য করা), Work (কাজ করা), Open (খোলা), Close (বন্ধ করা), Buy (কেনা), Sell (বিক্রি করা), Laugh (হাসা), Cry (কাঁদা), Stand (দাঁড়ানো), Sit (বসা), Drive (চালানো), Teach (শেখানো), Learn (শেখা), Think (ভাবা), Understand (বোঝা), Call (ডাকা/ফোন করা)

Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb Principal verb কে সম্পূর্ন অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে সাহায্যকারী Verb বলে।

am, is, are, was, were, have, has, had, do, does, did, will, shall, can, may, might, should, would, must এইগুলো সাহায্যকারী Verb ।

He is a school teacher. সে একজন স্কুল শিক্ষক।

এখানে is Auxiliary Verb

Adverb – ক্রিয়া বিশেষণ

যে word কোন verb , adjective, বা অন্য কোন Adverb এর অর্থ বিশেষাবে প্রকাশ করে , তাকে Adverb বলে।

নোট : সাধারণত adjective এর শেষে ly যোগ করে Adverb গঠিত হয় ।

Example : Honest হচ্ছে ‍adjective , Honestly হচ্ছে ‍adverb

Preposition – পদান্বয়ী অব্যয়

যে Word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে sentence এর অন্য Word এর সাথে সেই Noun বা Pronoun এর সম্বন্ধ স্থাপন করে তাকে Preposition বলে।

He goes to school. সে স্কুলে যায়।

এখানে to হলো Preposition – ‍school হলো Noun অথ্যাত Noun এর পূর্বে Preposition বসেছে।

কিছু বহূল ব্যবহৃত Preposition

in (মধ্যে), on (উপর), at (এ), under (নিচে), over (উপর, ছড়িয়ে), between (মধ্যে), among (অনেকের মধ্যে), before (আগে), after (পরে), with (সাথে), without (ছাড়া), by (দ্বারা), through (মাধ্যমে), during (চলাকালীন), about (সম্পর্কে), for (জন্য), to (দিকে), from (থেকে), along (বরাবর), across (পার হয়ে), beneath (নিচে), behind (পেছনে), beside (পাশে), near (কাছ), inside (ভিতরে), outside (বাইরে), on top of (উপর), next to (পাশেই), by means of (মাধ্যমে)

Conjunction বা সংযোজক অব্যয়

হলো এমন একটি শব্দ যা দুটি বা তার অধিক শব্দ, বাক্য বা অংশকে সংযুক্ত করে। এটি বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে।

I like tea and coffee. আমি চা এবং কফি পছন্দ করি।

এখানে And মানে এবং , and চা এবং কফি কে সংযুক্ত করেছে।

Common Conjunctions: and এবং, but কিন্তু, or অথবা, because কারণ, so তাই, although যদিও, if যদি, yet তবুও, either… or অথবা… অথবা, neither… nor না… না.

Interjection – আবেগসূচক অব্য়য়

Interjection বা আবেগসূচক অব্যয় হলো এমন একটি শব্দ, যা আবেগ, অনুভূতি, বা সাড়া প্রকাশ করতে ব্যবহৃত হয়।

Wow! That’s amazing. ওহ! এটি অবিশ্বাস্য।

Wow! হলো Interjection বা আবেগসূচক অব্যয় । সহজে চেনার উপাই শব্দের শেষে ! চিহ্ন থাকলে বুঝতে হবে এটা Interjection ‍sentence

Wow! (ওহ!), Oh! (হায়!), Ah! (আহ!), Oops! (অপস!), Hurray! (হুড়ি!), Alas! (আফসোস!), Yay! (ইয়া!), Ugh! (ঈশ!), Eh? (কি?), Ouch! (আহ!)

Writer Facebook

Leave a Comment